Wellcome to National Portal
  • 2024-10-24-11-09-3ed945eec7f29745388960d2907599c4
  • 2024-10-24-11-10-9c74f3597d591b28f67dfc7379fa7f02
  • 2024-03-14-08-29-6eaf9a1016951b3ee01d643d58b629e7
  • 2022-08-17-05-43-de081f55027b8e362cf63abd036f2710
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ জানুয়ারি ২০২৫

০৫-০১-২০২৫ তারিখ জনাব মো: আক্তারুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে 'অরিজিনাল বম্বে সুটস এন্ড চানাচুর, ৩৩৮/১, চকবাজার, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


প্রকাশন তারিখ : 2025-01-05
০৫-০১-২০২৫ তারিখ জনাব মো: আক্তারুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে 'অরিজিনাল বম্বে সুটস এন্ড চানাচুর, ৩৩৮/১, চকবাজার, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে কারখানাটি অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পরিচালনা করতে দেখা যায়, অননুমোদিত ফ্লেভার ব্যবহার করে মিষ্টি উৎপাদন করতে দেখা যায়, উৎপাদিত দই এর কোন বিএসটিআই সনদ প্রদর্শনে ব্যর্থ হয়, এছাড়াও খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ, প্রিমিসেস লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ার অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারা মোতাবেক ১,০০,০০০/- অর্থদন্ড করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
জনাব মো: মিজানুর রহমান, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।
fdac174-1
fdac174-1