২২/০৬/২০২৫ তারিখ রোজ রবিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অতনু বড়ুয়া এর নেতৃত্বে "ভাগ্যকুল বেকারী" ২৮, কাফরুল, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রকাশন তারিখ
: 2025-06-22
২২/০৬/২০২৫ তারিখ রোজ রবিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অতনু বড়ুয়া এর নেতৃত্বে "ভাগ্যকুল বেকারী" ২৮, কাফরুল, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানটির উৎপাদনস্থল অত্যন্ত অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়; মিষ্টি প্যাকেজিং এর রুমের ভিতরে টয়লেট দেখতে পাওয়া যায় এবং পেস্ট্রি তৈরির রুমের স্টোরেজে মরা ইদুর পাওয়া যায় যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়াও সকল খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। আনীত অভিযোগের বিষয়ে উক্ত বেকারীর মালিক জানায়, তারা প্রতি সপ্তাহে পেস্ট কন্ট্রোল করায় তবে প্রতি সপ্তাহের পেস্ট কন্ট্রোল প্রমাণক পাওয়া যায় নি। উক্ত অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ মোতাবেক ৩,০০,০০০/- অর্থদন্ড করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে জনাব মো: আসলাম ভূইয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটেলিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।