০৩/০৭/২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অতনু বড়ুয়া এর নেতৃত্বে 'তাসান ফুড এন্ড বেভারেজ' হিজলা হাজী, আমিন ভবন, আমিন বাজার, সাভার, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে কারখানাটিতে উৎপাদন হয় এমন ৩টি আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংক উৎপাদন করতে দেখা যায়। এসময় ৩টি ড্রিংক এর মধ্যে ১টি প্রোডাক্টের বিএসটিআইয়ের মোড়কজাত সনদ দেখাতে পারলেও ২টি ড্রিংকের কোন প্রকার ডকুমেন্ট দেখাতে পারে নি। লেবেলবিহীন নাটা জেলি মজুদ করতে দেখা যায়; বিভিন্ন ক্যামিকেল মজুদ করতে দেখা যায়। ১৮ বছর বয়সের ছোট বাচ্চাদের কাজে রাখতে দেখা যায়; এছাড়াও খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ, পরিবেশ ছাড়পত্র, ফায়ার লাইসেন্স ও পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। এসকল অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মালিক জানায়, তাদের শাপলা ফুড নামক কোম্পানির সাথে চুক্তি রয়েছে যে তারা, ড্রিংকোন এবং মাদার ফ্রুটি ম্যাংগো জ্যুস প্রস্তুত করে দিবেন। তবে উক্ত ২টি ড্রিংকের কোন অনুমোদন প্রদর্শন করতে পারেনি। লেবেলবিহীন নাটা জেলি ও বিভিন্ন ক্যামিকেল এর সম্পর্কে জানতে চাইলে বলেন, এসব নাটা জেলি শাপলা ফুড থেকে আনা হয়। তবে এর কোন চালান বা অনুমোদন দেখাতে পারে নি।
উক্ত কারখানাটির বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে মালিকের বক্তব্য সন্তোষজনক না হওয়ায় এবং অধিকতর তদন্তের জন্য উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য উপস্থিত সংশ্লিষ্ট নিরাপদ খাদ্য পরিদর্শককে নির্দেশ দেয়া হয়।
অভিযানকালে জনাব মো: আব্দুল হান্নান, মনিটরিং অফিসার ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটেলিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।