২১-০৭-২০২৫ তারিখ জনাব অতনু বড়ুয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে 'বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডাত, জিগাতলা, হাজারীবাগ, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে প্রবেশকালেই সম্মুখ দরজা খুলেই মিষ্টি বানোনার কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়; অত্যন্ত নোংরা ও স্যাঁতস্যাঁতে অবস্থায় মেঝে পরিলক্ষিত হয়; বাসি মিষ্টি মজুদ করতে দেখা যায়; ছানার পানি ঝড়ানোর জন্য কাপড়ের ভিতরে করে ময়লা স্থানে রেখে দিতে দেখা যায়; কোন প্রকার স্বাস্থ্য উপকরণ ব্যবহার ছাড়াই খাদ্য কর্মীদের কাজ করতে দেখা যায়; ময়লাপাত্রে ঘি সংরক্ষণ ও সেই ঘি ব্যবহার করতে দেখা যায়; কারখানায় তেলাপোকার উপস্থিতি পরিলক্ষিত হয়; এছাড়াও কোন সকল খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ ও পেস্ট কন্ট্রোল প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হওয়ার অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদখাদ্য আইন, ২০১৩ ধারা মোতাবেক ৩,০০,০০০/- অর্থদন্ড করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
অভিযানকাল জনাব মো: আব্দুল হান্নান, মনিটরিং অফিসার; জনাব মো: আসলাম ভূইয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।